জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার কিংবা ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট সরকার দেখতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি বলেন, বাংলার মাটিতে পরাজিত আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে পুনরায় প্রতিষ্ঠা করতে যারা আওয়াজ তুলছে, তাদের ১২ তারিখের নির্বাচনে ‘না’ বলতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পেট্রোল পাম্প চত্বরে জুলাই চেতনা বাস্তবায়ন, সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি আয়োজিত নির্বাচনি পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশ থেকে অর্থ পাচার, দুর্নীতি, দুঃশাসন এবং এক নেতা বা পরিবারকেন্দ্রিক শাসনব্যবস্থাকে চিরতরে উৎখাত করতে ৫ আগস্টের আন্দোলনের স্ফুলিঙ্গ থেকে জাতীয় নাগরিক পার্টির জন্ম। সেই লক্ষ্য বাস্তবায়নে এনসিপির প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই চেতনায় রাষ্ট্রীয় সংস্কারের যে দাবি উঠেছিল, দেশের একটি বড় দল তাতে বাধা সৃষ্টি করছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করছে।
নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ৫ আগস্টের পরপরই একটি বৃহৎ দলের পক্ষ থেকে সারা দেশে নির্বিচারে গণমামলা দায়ের করা হয়। এসব মামলাকে বাণিজ্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এখন ভোটের বিনিময়ে মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা নতুন করে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েমের অপচেষ্টা। এই ষড়যন্ত্র প্রতিহত করতে ১২ তারিখের নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
পদযাত্রায় এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এনসিপির প্রার্থী প্রীতম দাশ স্বৈরাচারী আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে চা শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে গিয়ে ১৩২ দিন কারাবরণ করেছেন এবং নির্যাতন-হয়রানির শিকার হয়েছেন। তবু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি চা শ্রমিক, কৃষক, শ্রমিক-মজুরসহ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তিনি জানান, প্রীতম দাশ নির্বাচিত হলে চা শ্রমিকদের ঘণ্টাপ্রতি মজুরি ৬০ টাকা থেকে ১০০ টাকায় উন্নীত করা হবে এবং তাদের ভূমি অধিকার ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি শ্রীমঙ্গলের সড়ক ও অবকাঠামো উন্নয়ন, একটি বাসস্ট্যান্ড নির্মাণ, দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত ময়লার ভাগাড় স্থানান্তর এবং পর্যটন শিল্পের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
নিজ বক্তব্যে প্রীতম দাশ শ্রীমঙ্গলসহ সিলেট অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোটের প্রতীক শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
পদযাত্রায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার জুনেদ আহমেদ, মনিরা শারমিন, এহতেশামুল হক, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, ফয়সল মাহমুদ শান্ত, লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
