বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে দায়িত্ব পেলে সর্বপ্রথম নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুরের ২ নম্বর ওয়ার্ড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা-১৬ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন সময়ে কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করার যে প্রস্তাব জামায়াত দিয়েছে, তা নিয়ে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। তিনি স্পষ্ট করেন, জামায়াত মায়েদের ঘরবন্দী করতে চায় না, বরং তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে চায়। যারা এই প্রস্তাবের বিরোধিতা করে, তারা মূলত মায়েদের অকল্যাণকামী।
দেশের বেকার সমস্যা নিয়ে তিনি বলেন, জামায়াত বেকার ভাতা বা কার্ড দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী নয়। দেশের মানুষ ভিক্ষা বা ভাতা চায় না, তারা কাজ চায়। তাই যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করে একটি আত্মনির্ভরশীল জাতি গঠনই তাদের লক্ষ্য।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে জামায়াত আমির বলেন, আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদিসহ সকল শহীদের রক্তের মর্যাদা রক্ষা করা এবং তাদের হত্যার বিচার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দুঃসাহস না দেখায়।
নির্বাচনি আবহ নিয়ে তিনি মন্তব্য করেন, সারাদেশে ‘দাঁড়িপাল্লা’র পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে যা দেখে বিরোধী পক্ষ ভীত হয়ে অপপ্রচার চালাচ্ছে। মিরপুর-পল্লবী এলাকার সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণই জামায়াতের মূল অঙ্গীকার।
সভায় ডা. শফিকুর রহমান ঢাকা-১৬ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন এবং আগামী ১২ তারিখের নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







