সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৪ ফেব্রুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনি জনসভা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওই দিন লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতীবান্ধা) আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনি জনসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু।
তিনি জানান, আগামী ৪ ফেব্রুয়ারি হাতীবান্ধায় একটি বড় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন জামায়াতের আমির। তবে জনসভার স্থান এখনো চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা পরে জানানো হবে।
এদিকে জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের জানান, ওই দিন সকাল ১০টায় হাতীবান্ধার নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান
জনসভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনায় গণসংযোগ করার কথাও রয়েছে তার। শান্তিপূর্ণভাবে জনসভা সফল করতে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।







