প্রতিবেশী ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে আজারবাইজান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ এ কথা জানান।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন জেহুন বায়রামভ। ফোনালাপে তিনি সাম্প্রতিক সময়ে অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বায়রামভ বলেন, ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে—এমন যেকোনো পদক্ষেপ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে বিরত থাকতে হবে। আজারবাইজান বরাবরই এ অবস্থানের কথা জোর দিয়ে জানিয়ে আসছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের নিয়ম ও নীতিমালার প্রতি শ্রদ্ধা রেখে সংলাপ ও কূটনৈতিক উপায়ে সব বিরোধের সমাধানই উত্তম পথ।
এদিকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্কবার্তা দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর সময় ফুরিয়ে আসছে। আলোচনায় অগ্রগতি না হলে ইরানে ভবিষ্যৎ হামলা আরও ভয়াবহ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর কথা উল্লেখ করে বলেন, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরবর্তী হামলা তার চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেন তিনি।
সূত্র: বার্তা সংস্থা আনাদোলু
