বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (৩০ জানুয়ারি) ক্যাম্পাস এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা ব্যানার প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
এ বিষয়ে কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম বলেন, গণভোট সম্পর্কে দেশের অনেক মানুষ এখনো পর্যাপ্তভাবে অবগত নন। তাদের প্রচারণার উদ্দেশ্য হলো—গণভোট কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রয়োজন—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন করা। তিনি বলেন, ব্যানার ও লিফলেটের মাধ্যমে বিষয়গুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, গণভোট নিয়ে স্থানীয় পর্যায়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না—এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এসব ভুল ধারণা দূর করতেই এই ক্যাম্পেইন চালানো হচ্ছে। তিনি আরও বলেন, অভিভাবকদের সচেতন করে দেশের নাগরিক হিসেবে তাদের অধিকার ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
