চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল ‘জনগণের প্রত্যাশায় জনতার ইশতেহার’ শিরোনামে তার নির্বাচনি উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।
শুক্রবার দুপুরে আসনটির পদ্মা নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজেই ইশতেহার উপস্থাপন করেন। ইশতেহারে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গঠন এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্যারামেডিকেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকারের পাশাপাশি জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, কৃষক-শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ছাত্র-শিক্ষক ও ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইশতেহারে নুরুল ইসলাম বুলবুল তথ্যপ্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষা চালু, সুদবিহীন কৃষিঋণ প্রদান, শিল্পকারখানা ও ইপিজেড স্থাপন, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত, পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ শহর গঠন, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের ঘোষণাও দেন তিনি।
ইশতেহারে মোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়, যা বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত, বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয়।







