বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা নামেই নতুন বিভাগ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়ন করা তাদের পবিত্র দায়িত্ব। অন্য কেউ সরকার গঠন করলেও এই দাবি আদায় করে নেওয়া হবে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিভাগের সংখ্যা বাড়তে পারে—এতে কোনো সমস্যা নেই। তবে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতেই হবে। তিনি কুমিল্লা বিমানবন্দর চালু ও ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি তুলে ধরে বলেন, এসব দাবি যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত।
তিনি বলেন, কোনো এলাকাকে অযৌক্তিক কারণে বঞ্চিত করা হবে না। আগের সরকার প্রতিশোধের রাজনীতি করেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। রাজনীতি হবে নীতির রাজনীতি এবং দেওয়া কথা অবশ্যই রাখা হবে।
জামায়াতের প্রতি দীর্ঘদিনের নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে বেশি গুম, হত্যা, মামলা ও দমন–পীড়নের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তবুও তারা প্রতিশোধ নয়, আইনের শাসনে বিশ্বাস করেন।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ আজ কথা বলার সুযোগ পেয়েছে। জামায়াত কোনো অপরাধীর ছাড় দেবে না—অপরাধ করলে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও আইনের ঊর্ধ্বে থাকবেন না।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, জনগণের পক্ষে কাজ করতে হবে। গণমাধ্যমকে জাতির বিবেক আখ্যা দিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াত সরকার গঠন করলে সরকারি খরচে মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়াশোনার সুযোগ দেওয়া হবে।
সমাবেশ শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি। এর আগে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ জোটের অন্যান্য নেতারা।







