গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার দুপুর থেকে ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলা হয়। খবর বিবিসির।
এরমধ্যে গাজা সিটিতে একটি স্টেডিয়ামের কাছে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হন। স্টেডিয়ামটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছিলেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, তারা কয়েকজন মিলে সেখানে বসে ছিলেন। এমন সময় হঠাৎ পাশের একটি সড়ক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।
আল–মাওয়াসি এলাকায় আবাসিক ভবন ও তাঁবুতে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহত ব্যক্তিদের স্বজনরা বার্তা সংস্থা এপিকে বলেন, হামলা যখন হয়, তখন সবাই ঘুমাচ্ছিলেন।
জাফা স্কুলের পাশে তুফাহ এলাকায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে আটজন নিহত হন। তাদের মধ্যে পাচটিই শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরেইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তবে গত শুক্রবার সংবাদমাধ্যম হারেৎজ জানায়ূ, গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনে অন্তত এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে আগামী সপ্তাহের মধ্যে ইসরাইল-হামাস যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের মধ্যস্ততাকারীরা আশাবাদী, যুক্তরাষ্ট্রের চাপে দু’পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।