যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ শিবিরে হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ছয় শতাধিক ফিলিস্তিনি। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, জিএইচএফ ত্রাণ শিবিরে ইসরাইলের হামলায় এ পর্যন্ত ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ২৭৮ জনের বেশি মানুষ।
গত মে মাসের শেষের দিকে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ শিবিরের কার্যক্রম শুরু হয়।
এরআগে, ইসরাইলের সংবাদ মাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনি গ্রাণপ্রার্থীদের গুলি করার নির্দেশ দেওয়া হয় ইসরাইলি সেনাদের। এই নির্দেশ পেয়েই তারা ত্রাণ প্রার্থীদের ভিড় ঠেকাতে সরাসরি গুলি চালায় তারা।
ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল-সমর্থিত এই উদ্যোগ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনাও বৃদ্ধি পাচ্ছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজ্জারিনি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, এই কার্যক্রমণ ‘গাজার জনগণকে অনাহার এবং গুলি ছাড়া আর কিছুই দেবে না।’
বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭০ টির বেশি দাতব্য সংস্থা এবং অন্যান্য এনজিও গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ প্রকল্পটি বন্ধ করার আহ্বান জানিয়েছে।
অক্সফাম এবং সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন সংস্থা অভিযোগ করেছে যে ইসরাইলি বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতভাবে সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়।
তবে ইসরাইল তাদের এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সেনারা ইচ্ছাকৃতভাবে ত্রাণ প্রার্থীদের ওপর গুলি চালায় না।