সীমান্তে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপ-সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেছেন, প্রতিপক্ষ হিসাবে পাকিস্তান সামনে থাকলেও পেছন থেকে চীন এবং তুরস্ক তাকে সাহায্য করেছে। খবর ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির।
ভারতের ডেপুটি চিফ অব আর্মি স্টাফ (কেপাবিলিটি, ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেনেন্স) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, চীন পাকিস্তানকে শুধুমাত্র সামরিক সরঞ্জামই দেয়নি, সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে কাজ করেছে পাকিস্তান।
ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ‘নিউ এজ মিলিটারি টেকনোলজিস’ প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে ভারত-পাকিস্তান সংঘাতের বিবরণ তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।
লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেন, পাকিস্তানের ৮১ শতাংশ সমারিক সরঞ্জাম চীন থেকে আনা। চীন তাদের সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য পাকিস্তানকে ‘লাইভ ল্যাব’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি।
২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে রাজ হয় ভারত ও পাকিস্তান।
লেফটেন্যান্ট জেনারেল সিং বলেন, ‘অপারেশন সিন্দুর থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে। এতে নেতৃত্বের কৌশলগত বার্তা স্পষ্ট ছিল। মোট ২১টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সিদ্ধান্তদ নেওয়া হয়। শেষ দিন বা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই নয়টি লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তানের ৮১ শতাংশ সামরিক সরঞ্জাম চীনের। তুরস্কও গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে।’
তিনি বলেন, ভারতের একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।