আগামী ২৫ বছরের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইন্ডিয়া ডট কমের।
পিউ রিসার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম জনসংখ্যা। ভারতও এর ব্যতিক্রম নয়। গত ১০ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪ দশমিক ৭ কোটি। যা অন্যসব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি।
পিউ রিসার্স বলছে, ভারতে মুসলিম জনসংখ্যা ৩ দশমিক ৫৬ কোটি বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে হিন্দু ধর্মে ধর্মান্তরের হার খুবই কম।
বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে ২০১০ সালে ছিল ২৩ দশমিক ৯ শতাংশ, ২০২০ সালে তা হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।
২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বব্যাপী মানুষের ধর্মীয় অবস্থান কীভাবে পরিবর্তিত হয়েছে এর ওপর গবেষণা চালায় পিউ রিসার্চ সেন্টার। প্রতিবেদন অনুসারে, মুসলিম জনসংখ্যা ৩৪৭ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে, যা অন্যান্য সকল ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি। এতে আরো বলা হয়েছে যে, আগামী ২৫ বছরে ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হবে।
মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পিউ-এর রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে ২৮০ কোটিতে। সেই হিসেবে ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত।