খুলনায় যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো: সজলকে (২৭)।
শনিবার রাত সোয়া ২টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজল ওই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে। তিনি একজন মুদি দোকানদার।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মাহবুব হত্যা মামলার তদন্তকারী অফিসার মীর আতাহার আলী সজলের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সজল কিলিং মিশনে ছিল না। কিন্তু মাহবুবের অবস্থান সম্পর্কে খুনিদের যাবতীয় তথ্য দিয়েছেন। তার তথ্যের ওপর নির্ভর করে দুর্বৃত্তরা মাহবুবকে গুলি এবং পায়ের রগ কেটে হত্যা করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার ব্যাপারে সজল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
ওসি মীর আতাহার আলী আরো জানান, এ হত্যাকাণ্ডে সজল সহযোগী হিসেবে কাজ করেছে। আমরা এ তথ্য নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করেছি। শুধু এ হত্যাকাণ্ড নয়, তিনি গোপন সংগঠনের তথ্য সরবরাহ করে থাকে। হত্যাকাণ্ডের সময়ে সজল খুব কাছাকাছি থেকে দুর্বৃত্তদের খবর আদান প্রদান করেছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হবে। তার কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পাব এবং মূল খুনিদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা এবং যুবদলের দৌলতপুর থানার সাবেক সহ-সভাপতি মাহবুবকে নিজে বাড়ির সামনে প্রাইভেটকার পরিষ্কার করা কালে মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের বাবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।