
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না আগামী ৬ আগস্ট লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, তার এ সফরের আগে থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ে যুবদলের বর্তমান কমিটি নিয়ে অসন্তোষ রয়েছে।
দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, ১৫ আগস্টের মধ্যেই যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হতে পারে। ইতিমধ্যে এ বিষয়ে আলোচনাও শুরু হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদলের বর্তমান কার্যক্রম নিয়ে বেশ ক্ষুব্ধ বলে জানা গেছে। বিভিন্ন সাংগঠনিক দুর্বলতা ও কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থতার কারণে তিনি কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন বলে দলের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে।
এসকল কিছুতে মূল কারন হিসেবে এসেছে মোনায়েম মুন্নার সীমাহীন চাঁদাবাজি। মুন্না মহানগরী দক্ষিণের যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের কাছ থেকে প্রতিদিন ১০ লক্ষ টাকা সহ আরো নেতাদের থেকে বৃহৎ অংকের চাঁদা কালেকশন করেন। সম্প্রতি আজাদির ডাকের হাতে এমনই কিছু নথি এসেছে।

রাজনৈতিক অঙ্গনে এ খবরে আলোচনা শুরু হয়েছে যে, মুন্নানের লন্ডন সফর এবং আসন্ন সাংগঠনিক পরিবর্তন কি কোনো বড় রাজনৈতিক কৌশলের অংশ, নাকি বর্তমান নেতৃত্বের ওপর শীর্ষ নেতৃত্বের অনাস্থার বহিঃপ্রকাশ।