পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। তার দলের নাম ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করলেন।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, করাচি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দল গঠনের ঘোষণা দেওয়ার পাশাপাশি এর লোগো উন্মোচন করেন তিনি। এসময় জনসাধারণের আকাঙ্খা বাস্তবায়নে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করার তার অভিপ্রায় ঘোষণা করেন রেহাম খান।
রেহাম বলেন, নতুন এই রাজনৈতিক দলের লক্ষ্য দেশের আইনসভায় জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
তিনি নাগরিকদের, বিশেষ করে নারী ও কৃষকদের সরাসরি উপকারে আসে এমন আইন সংস্কারের জন্য লড়াই করার অঙ্গীকার করেন। তিনি বলেন যা সাধারণ মানুষ যেসব বাস্তবতা মুখোমুখি হন সে ধরনের নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।
তিনি বর্তমান সরকারের শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, পুরো পাকিস্তান তার নির্বাচনী এলাকা।
রেহাম জোর দিয়ে বলেন যে তার আন্দোলন কেবল রাজনৈতিক নয় বরং পাকিস্তানের জনগণের জন্য আশা, মর্যাদা এবং প্রতিনিধিত্ব পুনরুদ্ধারের একটি জাতীয় লক্ষ্য।
রেহাম জানান, তার দল হবে জনগণের কণ্ঠস্বর এবং শাসকগোষ্ঠীর জবাবদিহিতা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, ‘২০১২ সাল থেকে ২০২৫ পর্যন্ত যে পাকিস্তান আমি দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানির অভাব, মৌলিক স্বাস্থ্যসেবার সংকট। এটা আর সহ্য করা যায় না।’
রেহাম খান বক্তব্যে জানান, তার দল ক্ষমতা নয়, পরিবর্তন চায়। তিনি বলেন, ‘আমাদের সংসদে এমন মানুষ থাকা উচিত, যারা সত্যিকার অর্থেই সাধারণ জনগণের প্রতিনিধি নিজ নিজ শ্রেণি থেকে উঠে আসা।’
আরএ