আজ ভোরে ইসরাইল সরাসরি সিরিয়ার সামরিক বাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। হামলার পরপরই সিরিয়ার জেনারেল কমান্ড অব আর্মি দেশের ভেতরের সব সেনা ঘাঁটি ও চলমান ফরমেশনের জন্য স্টেট অব অ্যালার্ট ঘোষণা করেছে।
সেনাদের সকল ছুটি বাতিল করে দিয়ে শুরু হয়েছে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি। আর্টিলারি ফোর্স ও সাঁজোয়া ইউনিটগুলোকে দ্রুত নির্ধারিত অপারেশন এরিয়াতে মুভ করানো হচ্ছে। সব পদাতিক ফরমেশনকে স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে।
সামরিক সূত্রগুলো জানাচ্ছে, এই অ্যালার্টের পরবর্তী ধাপই হবে সর্বাত্মক যুদ্ধ।
এদিকে, সিরিয়ার ভেতরে পশ্চিমা সমর্থিত কুর্দি জাতীয়তাবাদী ফোর্সগুলো ইতোমধ্যেই সক্রিয় হয়ে পড়েছে। তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সিরিয়ার বিপ্লবী সেনাবাহিনীর অধীনস্থ ফ্রন্টগুলোর দিকে অগ্রসর হচ্ছে।
কিন্তু এই পরিস্থিতিতে রয়েছে আরেকটি বড় মাত্রার ঝুঁকি—ওই এলাকায় কার্যক্রম চালাচ্ছে তুরস্কের ইন্টেলিজেন্স, সারভেইল্যান্স ও রিকনেসান্স (ISR) প্লাটফর্ম। তুরস্ক বর্তমানে সিরিয়ান বিপ্লবী বাহিনীর পেছনের শক্তি হওয়ার চেষ্টা করছে।
ফলে পশ্চিমা সমর্থিত কুর্দিদের সঙ্গে তুর্কি সমর্থিত শক্তির সরাসরি সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছে। আর এর ফলাফল হিসেবে অঞ্চলজুড়ে আমেরিকা ও ইসরাইলের সাথেও সরাসরি মুখোমুখি সংঘাতের ঝুঁকি দেখা দিয়েছে।
পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে। আরও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন।