রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক শোকবার্তায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং আল্লাহ তায়ালার কাছে তাদের রহমত, মাগফিরাত ও শাহাদাতের মর্যাদা কামনা করেন। আহতদের দ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনা করেন এবং নিহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
তিনি জামায়াতের সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।