উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে সোমবার সন্ধ্যায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে হাসপাতালের গেটে পৌঁছালে উপস্থিত ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরিস্থিতি দ্রুত সামাল দেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা ডা. শফিকুর রহমানকে নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে ভেতরে প্রবেশ করান এবং হাসপাতালের বাইরে নিরাপত্তার ব্যবস্থা নেন। আপাতত তিনি হাসপাতালের ভেতরে নিরাপদে রয়েছেন।
দুর্ঘটনায় আহত ছোট ছোট শিশুরা যখন হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন রাজনৈতিক হীন স্বার্থে একজন মানবিক নেতার সঙ্গে এ ধরনের আচরণে জনমনে তীব্র ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়েছে।