দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার চাঁদপুরে কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার মধ্যরাতে দলটির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পৃথক ভিডিও বার্তা থেকে এমন তথ্য পাওয়া গেছে। ভিডিও বার্তায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত এবং হাসপাতালে চিকিৎসাধীন সবার সুস্থতা কামনা করেছেন তারা।
এছাড়াও দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে শোক মিছিল করার নির্দেশ দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।