ইসরাইলের পার্লামেন্ট অধিকৃত পশ্চিম তীর দখলের আহ্বান জানিয়ে একটি প্রতীকী প্রস্তাব অনুমোদন করেছে। বুধবার প্রস্তাবের পক্ষে ভোট দেন ৭১ জন আইনপ্রণেতা। আর বিপক্ষে ভোট পড়ে ১৩টি। তবে এই প্রস্তাবের আইনী বাধ্যবাধকতা নেই। প্রস্তাবে জুডিয়া, সামেরিয়া এবং জর্ডান উপত্যকায় ইসরাইলি সার্বভৌমত্ব প্রয়োগের আহ্বান জানানো হয়। খবর আল জাজিরার।
প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিম তীরকে সংযুক্ত করার ফলে ইসরাইল রাষ্ট্র এবং এর নিরাপত্তা আরো শক্তিশালী হবে। এরফলে মাতৃভূমিতে ইহুদি জনগণের শান্তি ও নিরাপত্তার মৌলিক অধিকার নিয়ে কোন প্রশ্ন উঠবে না।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার প্রস্তাবটি উত্থাপন করে। এই প্রস্তাবটির সরাসরি কোন আইনি প্রভাব নেই। তবে ভবিষ্যতে এ বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনার সম্ভাবনা তৈরি হলো।
গত বছর ইসরাইলের অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্রাথমিকভাবে এই ধারণাটি সামনে এনেছিলেন। যিনি নিজেও পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতিতে থাকেন। তিনি পশ্চিম তীর এবং এর অবৈধ বসতিগুলোর বিষয়ে প্রশাসনিক কাজ তত্ত্বাবধান করেন।
১৯৬৭ সাল থেকে গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ইসরাইলি দখলদারিত্বে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন অবৈধ হওয়া সত্ত্বেও, ইহুদী বসতি সম্প্রসারিত হয়েছে।
বর্তমানে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এবং ৫ লাখের বেশি ইহুদী অবৈধ বসতি স্থাপনকারী বসবাস করছেন।
পশ্চিম তীরের সংযুক্তি একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে অসম্ভব করে তুলতে পারে।
আরএ