বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক দাবি ছিল। কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি, আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি। আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি।
শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেড়ির পাড় পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রায়’ অংশগ্রহণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্খা ছিল আকাশচুম্বী। আমরা বলেছিলাম তরুণদের কর্মসংন্থানের দাবিতে রাজপথে নেমেছিল। বাংলাদেশের জনগণ অর্থনীতির বৈষম্য বিলোপের দাবিতে রাজপথে নেমেছিল। বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা হয়তো সেই স্বাধীনতা গণতন্ত্র পেলেও এখনও অর্থনৈতিক স্বাধীনতা আমাদের কর্মসংস্থানের যেই দাবি সেই দাবি পূরণ করতে পারি নাই।
নাহিদ ইসলাম বলেন, আমরা জানি মৌলভীবাজার সীমান্তবর্তী জেলা। এজেলার সাথে আসাম, ত্রিপুরা সীমান্ত রয়েছে। এই আসাম ত্রিপুরার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ছিল। সাংস্কৃতিক সম্পর্ক ছিল। আমার জানি আসামে দীর্ঘ দিন ধরে বাঙালিবিরোধী আন্দোলন চলছে। আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদীকে দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিকত্বে পরিণত করেছে।
নাহিদ বলেন, বাহাত্তরের সংবিধানকে রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী রাজপথে নামছে। বাহাত্তরের সংবিধান ছিল মুক্তিযুদ্ধকে দেশের স্বাধীনতার আকাঙ্খাকে নষ্ট করে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠার চক্রান্ত। আমরা এই চক্রান্তের ভিতরে গত ৫৪ বছর ছিলাম কিন্ত জুলাই গণঅভ্যূত্থানের মাধ্যমে আমরা এই চক্রান্ত থেকে বের হতে চাই।
এরআগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই পদযাত্রা বের করা হয়। এতে যোগ দেন সর্বস্তরের ছাত্র- জনতা।
পথসভায় এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদ, সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমনসহ স্থানীয় জেলা এনসিপির সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এহেসান জাকারিয়া, কবিরুল ইসলাম রুমন, তামিম আহমদ, সানাউল ইসলাম সুয়েজ, সাফওয়ান জাহান চৌধুরী, সৈয়দ মুফলে উস সালেকীন, আব্দুল্লাহ আল হোসাইন, আব্দুল বারী খোবায়েব, শামায়েল রহমান প্রমুখ।