জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের ঘটনায় দগ্ধ ২৩ জনের অবস্থা উন্নতির দিকে। পর্যায়ক্রমে তাদের ছাড়পত্র দেয়া হবে। রোববার সকালে এতথ্য জানা গেছে। ৪ জন আইসিউতে ও ৯ জনের অবস্থা গুরতর।
এর আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দীন বলেছেন, রোগীদের অবস্থা পর্যালোচনা করে ৩টি ভাগ করা হয়েছে। এখানে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে ৮ জন আছে। তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাদের অবস্থা ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হচ্ছে। তাদের বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
সিভিয়ার ক্যাটাগরিতে আছে ১৩ জন রোগী। ইন্টারমেডিয়েট ক্যাটাগরিতে আছে ২৩। তাদের দ্রুত ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সব মিলে মোট ৪৪ জন রোগী এখানে ভর্তি আছে।