বিটিসিএলের ‘৫জি রেডিনেস’ প্রকল্প ঘিরে প্রথম আলো ও ডেইলি স্টার একই দিনে প্রায় একই ধাঁচের রিপোর্ট করেছে ফয়েজ তাইয়েবকে ঘিরে। অনেকের মতে, বিষয়টি কেবল একজন কর্মকর্তার অভিযোগ নয়—এর পেছনে আছে সামিট গ্রুপের মতো কর্পোরেট নেটওয়ার্কের স্বার্থ রক্ষা।
সামিট দেশের বড় ফাইবার নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে। বিটিসিএল যদি নিজস্ব ব্যাকবোন গড়ে তোলে, সামিটের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। সামিটের সিএসআর ফান্ডিং দীর্ঘদিন ধরেই প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে চলে আসছে—যা মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
অভিযোগগুলো—দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও প্রকিউরমেন্টে অগ্রগতি, প্রি‑শিপমেন্ট ইন্সপেকশন না করা, দুদককে প্রভাবিত করা ও ওভার ক্যাপাসিটি ইনস্টল। ফয়েজ তাইয়েব এসবের ব্যাখ্যা দিয়েছেন, এবং অনেকে মনে করেন এখানে তার ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং কর্পোরেট সিন্ডিকেটের স্বার্থে তাকে টার্গেট করা হয়েছে।
এখন দেখা যাচ্ছে ক্ষমতা বদলালেও ব্যবসা‑মিডিয়া সিন্ডিকেটের দৌরাত্ম্য রয়ে গেছে—যে কেউ তাদের স্বার্থে আঘাত করলে এমন আক্রমণের মুখে পড়তে পারে।
#AzadirDak