জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। তিনি অভিযোগ করেছেন, দলের অভ্যন্তরে অপরাধীদের বিচার হয় না এবং নারীদের প্রতি সহিংসতা বা হেনস্তার ঘটনাতেও নেতৃত্ব নিরব থাকে।
দলীয় সূত্রে জানা গেছে, নীলা ইস্রাফিল দীর্ঘদিন ধরেই শৃঙ্খলাভঙ্গ, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একাধিক অভ্যন্তরীণ তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তিনি ‘ভিকটিম সাজার নাটক’ করে দল ত্যাগ করেন, যাতে নিজের ভাবমূর্তি রক্ষা করা যায়।
দলটির এক সিনিয়র নেতা বলেন, “নারীর প্রতি সহিংসতা নিয়ে তিনি যেসব অভিযোগ তুলেছেন, তার একটিও প্রমাণিত হয়নি। বরং তিনি নিজেই দলকে ব্যক্তিগত প্রচার ও সুবিধা নেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছিলেন।”
দলীয় শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তার ভূমিকা পর্যালোচনার কথা থাকলেও, তিনি আগেভাগেই নিজেকে সরিয়ে নেন। এনসিপি বলছে, নীতির প্রশ্নে আপোষ না করার কারণেই তাকে নিয়ে দল সিদ্ধান্তমূলক অবস্থানে গিয়েছিল।
#AzadirDak