ভারতের বিভিন্ন অঞ্চলে অদ্ভুত এক ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে কিছু মানুষ মনে করছেন, রাস্তার পাশে বা বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যবহৃত সৌর প্যানেল আসলে সূর্য দেবতার ‘অপমান’। কারণ, এই প্যানেলগুলি সূর্যের দিকে মুখ করে বসানো হয়েছে এবং মানুষ তা “দেখে” উপকার পাচ্ছে, অথচ প্রার্থনা বা পূজা করা হচ্ছে না।
এই ‘অপমান’ বোধ থেকেই সম্প্রতি একাধিক এলাকায় সরকারি সৌর প্যানেল ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। কোথাও পাথর ছুঁড়ে, কোথাও লাঠি দিয়ে ভেঙে ফেলা হয়েছে এই প্রযুক্তিগত স্থাপনাগুলো।
সরকারি কর্মকর্তারা একে কুসংস্কার বলে নিন্দা করছেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার অভিযান চালানোর পরিকল্পনা করছেন। তবে ইতোমধ্যেই কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, “এই ধরনের ধর্মীয় ভুল ব্যাখ্যার কারণে রাষ্ট্রের উন্নয়ন প্রকল্পগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রয়োজন এখন যুক্তিবাদী প্রচার এবং শিক্ষা।”
সূত্র: স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি।