মঙ্গলবার কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। এর আগে সোমবার দিবাগত রাতে কালিয়াকৈরের ফুলবাড়ীয়ায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইলের (৩৮) ওপর এ হামলার ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- ফুলবাড়ীয়া ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি বেলায়েত দেওয়ান (৪৫), ফুলবাড়ীয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ (৪০), ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাহাত বাবলু (৩২), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাদিম সিদ্দিকি (২৮)। এছাড়াও অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
লিখিত অভিযোগে ভুক্তভোগী ইসমাইল উল্লেখ করেন, আমি ফুলবাড়িয়া দক্ষিণপাড়া আবদুল্লাহ-আল আমিন স’ মিলের মালিক। অভিযুক্তরা বিভিন্ন সময়ে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছেন। তারা গত এক মাস ধরে আমার কাছেও মিল পরিচালনার জন্য চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে পূর্বপরিকল্পিতভাবে আমাকে ফোন করে ডেকে নিয়ে হামলা করে। মারধরের একপর্যায়ে আমি চিৎকার করলে তাদের হাতে থাকা ছুরি দেখিয়ে হুমকি দেয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমার ১ লাখ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
#AzadirDak