রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এ কথা জানিয়ে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ সন্ধ্যায়, কিংবা প্রয়োজন হলে কালও, আমরা একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে চাই। এতে করে একটি সর্বজনগ্রাহ্য ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো একটি সনদ আকারে সকলের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।’
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার ২২তম দিনের বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘আমরা এখন প্রতিটি প্রস্তাব আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করছি। আজকের আলোচনার ফলাফল হিসেবে সংশোধনী ও সংযোজনীগুলো আপনাদের কাছে তুলে দেওয়া হয়েছে। যদি এসব বিষয়ে আপনাদের কোনো আপত্তি বা পরিবর্তনের প্রস্তাব থাকে, তবে অনুগ্রহ করে আগামীকাল সকালের মধ্যে তা আমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।
প্রাথমিক পর্যায়ে যেসব বিষয়ে দলসমূহের মধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলোর একটি তালিকা আজ বিকেলের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
আজকের আলোচনার বিষয় সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব (অনুচ্ছেদ ৪৮(৩)), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেক্টোরাল কলেজ, উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি।
আলী রীয়াজ বলেন, ”তবে, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত আলোচনা যেহেতু নতুন প্রস্তাব হিসেবে আসছে, তাই এই একটিমাত্র বিষয় আজকের সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। বাকি সব বিষয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে চাই এবং সে জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন, যেমনটি আপনারা শুরু থেকেই দিয়ে আসছেন। আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখব।’