গত সোমবার ( ২৮ জুলাই) দিবাগত রাত ৩টায়, পার্বত্য চট্টগ্রামের বাঘাইহাট জোন সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউপিডিএফ (মূল) বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানের সময় ইউপিডিএফ সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়, এতে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
অভিযানস্থল থেকে সেনাবাহিনী যে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে, তার মধ্যে রয়েছে—
১টি সাবমেশিনগান (SMG)
৩টি দেশীয় তৈরি বন্দুক
১টি এলজি ও ১টি ম্যাগাজিন
৭ রাউন্ড এ্যামোনিশন ও ৪২টি খালি খোসা
৪টি ওয়াকিটকি, ১টি মটোরোলা সেট, ৪টি চার্জার
২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সানগ্লাস, ১টি চার্জার
৩টি পেন ড্রাইভ
ইউপিডিএফের ৪টি পতাকা ও ৫টি আর্ম ব্যান্ড
১২টি বিভিন্ন প্রকারের বই
সেনাবাহিনীর এই সফল অভিযান পার্বত্য এলাকায় সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
#AzadirDak