ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’—এই শিরোনামে আয়োজিত কর্মসূচি চলবে ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মূল উদ্দেশ্য।
তিন দিনব্যাপী কর্মসূচিতে থাকবে:
চিত্র প্রদর্শনী
সাইকেল র্যালি
মাইম ও নাটক
গান ও কবিতা পাঠ
আলোচনা সভা
এবং আরও নানা সাংস্কৃতিক ও রাজনৈতিক উপস্থাপনা।
ছাত্রশিবিরের নেতারা বলছেন, ৩৬ জুলাই মানে শুধু একটি তারিখ নয়, এটি একটি প্রজন্মের প্রতিজ্ঞা—ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতীক। “আমরা থামব না” শ্লোগানে তারা জানিয়ে দেন, গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে তাদের অবস্থান অটুট থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সচেতন নাগরিকদের এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ছাত্রশিবিরের পক্ষ থেকে।