জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে অবরোধ কর্মসূচি শুরু করেছে ‘জুলাই যোদ্ধারা’।
বৃষ্টি উপেক্ষা করে শতাধিক আন্দোলনকারী লাল-সবুজের পতাকা হাতে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, ছাত্র-জনতা ও জুলাই আন্দোলনের কর্মীরা “জুলাই সনদ চাই”, “আন্দোলন থামবে না”, “রক্তের দামে কেনা অধিকার চাই”—এমন নানা স্লোগান দিচ্ছেন।
অবরোধকারীদের মধ্যে শহিদ ও আহতদের পরিবার-পরিজনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীদের ভাষ্য,
“জুলাই সনদ আমাদের দাবি নয়, আমাদের অধিকার। বারবার জানানো সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি হয়নি। তাই আমরা বাধ্য হয়েই রাজপথে নেমেছি।”
অবরোধ ঘিরে শাহবাগ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন,
“অবরোধের ফলে শাহবাগ মোড় এবং আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে, ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
উল্লেখ্য, জুলাই সনদ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, এবং শহিদ পরিবারগুলোর ন্যায্য স্বীকৃতি ও ক্ষতিপূরণসহ একটি সামগ্রিক সংস্কারমূলক রাজনৈতিক দলিল, যার দাবিতে গত এক বছর ধরেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন চালিয়ে যাচ্ছে।