বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার পরপরই ভারতের পোশাক খাতে শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে। শুক্রবার ভারতের শেয়ারবাজারে পোশাক শিল্প সংশ্লিষ্ট কোম্পানিগুলোর স্টক মূল্যে একযোগে পতন লক্ষ্য করা যায়।
বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক হার বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। বাংলাদেশ আগে থেকেই যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে তৈরি পোশাক রপ্তানি করে আসছে। সস্তা শ্রম, দক্ষতা ও প্রযুক্তির কারণে এ খাতে বাংলাদেশের অবস্থান দৃঢ়।
গত মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর ফলে ভারতের পোশাক খাত সাময়িকভাবে লাভবান হয় এবং সে সময় দেশটির বাজার শেয়ারের দামও বৃদ্ধি পায়।
তবে নতুন এই শুল্ক হ্রাসের ফলে সেই সুবিধা ফিরছে বাংলাদেশে। বাজার বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের প্রভাব ভবিষ্যতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচকভাবে প্রতিফলিত হবে।