সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জুলাই জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীতে আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
উদ্বোধনী ঘোষণা দেন জুলাই আন্দোলনের শহীদ সংস্কৃতি কর্মী, ঢাকার উচ্চারণ শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল তাহির-এর সম্মানিতা মা। আবেগঘন পরিবেশে তিনি বলেন, “আমার সন্তানের রক্ত যেন ব্যর্থ না হয়—এই উৎসব হোক তার আত্মত্যাগের স্মারক।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, “জুলাই আন্দোলন ছিল আমাদের নতুন ইতিহাসের সূচনা। এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি ছিল সাংস্কৃতিক জাগরণেরও প্রতীক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য সংগঠক ও সংস্কৃতিকর্মীরা।
উৎসবজুড়ে থাকবে নাটক, সংগীত, আবৃত্তি, চিত্রপ্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক আয়োজন। আয়োজকরা জানিয়েছেন, পুরো আগস্ট মাসজুড়েই চলবে ‘জুলাই জাগরণ’ কালচারাল ফেস্টিভাল।