ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার কারণে নয়াদিল্লি বাংলাদেশ পরিস্থিতির প্রতি নিবিড়ভাবে নজর রাখছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সালতানাত-ই-বাংলা’ নামে একটি ইসলামপন্থি গোষ্ঠী কথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ভারতের একাধিক রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে দেখানো হয়।
জয়শঙ্করের দাবি, এই সংগঠনের পেছনে রয়েছে ‘তুর্কি যুব ফেডারেশন’ নামক একটি তুর্কি স্বেচ্ছাসেবী সংস্থার প্রত্যক্ষ সমর্থন। তবে আয়োজকরা বাংলাদেশ সরকারকে জানিয়েছেন, তাদের কোনো বিদেশি সংস্থার সঙ্গে সম্পর্ক নেই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে দেশে কোনো স্বীকৃত সংগঠন নেই।