দামেস্কের প্রাচীন ও ঐতিহাসিক উমাইয়া মসজিদকে আরব স্থাপত্য ঐতিহ্য তালিকায় যুক্ত করেছে আরব লীগের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান সংস্থা (ALECSO)। এর মাধ্যমে সিরিয়া প্রথমবারের মতো কোনো ইসলামী স্থাপত্য নিদর্শনকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করলো।
সিরিয়ার প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০২৪ সালের এপ্রিল মাসে উমাইয়া মসজিদকে মনোনয়ন দেয়। এরপর বিশেষজ্ঞদের মূল্যায়ন ও যাচাই-বাছাই শেষে ALECSO এই মসজিদকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয়।
৭০৫ খ্রিষ্টাব্দে নির্মিত উমাইয়া মসজিদ ইসলামী বিশ্বের প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ মসজিদগুলোর একটি। এর অনন্য স্থাপত্য শৈলী, সোনালি মোজাইক, সুবিশাল প্রার্থনাক্ষেত্র এবং ধর্মীয়-সাংস্কৃতিক গুরুত্বের জন্য এটি বিশ্বব্যাপী স্বীকৃত। এটি কেবল ধর্মীয় উপাসনালয় নয়, বরং ইসলামী ইতিহাস, শিল্পকলা ও স্থাপত্যের এক অমূল্য নিদর্শন হিসেবে বিবেচিত।
বিশেষজ্ঞরা মনে করেন, এই স্বীকৃতি সিরিয়ার ঐতিহ্য সংরক্ষণে নতুন অধ্যায় সূচনা করবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশের সাংস্কৃতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক মনোযোগ ও সহায়তা বৃদ্ধিতে সহায়ক হবে। একইসাথে, এটি ইসলামী সভ্যতার ইতিহাসে উমাইয়া মসজিদের গুরুত্বকে নতুন করে বিশ্বমঞ্চে তুলে ধরবে।