রোমাঞ্চের সবটুকু জমা ছিল শেষ দিনের জন্য। যেখানে শেষ হাসি হাসল ভারত। ওভাল টেস্টে স্বাগতিকদের ৬ রানে হারাল শুভমান গিল অ্যান্ড কোং। এই জয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করল সফরকারী দল।
লন্ডনের দ্য ওভালে জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৭৪ রানে লক্ষ্য দেয় ভারত। জবাবে ৩৬৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান। জেমি স্মিথ ২ ও জেমি ওভারটন ০ রান নিয়ে দিনের খেলা শেষ করেন।
জয়ের জন্য শেষদিন তাই ৩৫ রান করতে হতো ইংল্যান্ডকে। অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। তাতে ম্যাচ হেলে ছিল ইংলিশদের দিকেই। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যদের।
শেষদিন মাত্র কয়েক ওভার খেলা হলেও উত্তেজনার কোনো কমতি ছিল না। ১০ রানের ব্যবধানে মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণারা ৩ উইকেট তুলে নিলে ম্যাচ হেলে যায় ভারতের দিকে। এমন সমীকরণে দলের প্রয়োজনে কাঁধের চোট নিয়ে এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। তাতে অবশ্য কোনো লাভ হয়নি।
এদিন প্রসিধ কৃষ্ণার করা প্রথম ওভারেই দুটি চার মেরে জয়ের সমীকরণ আরো সহজ করেন ওভারটন। অবশ্য ধাক্কা খেতেও বেশি সময় লাগেনি ইংল্যান্ডের। পরের ওভারে বল করতে এসে স্মিথকে তুলে নেন মোহাম্মদ সিরাজ। আগের দিনের থেকে আর কোনো রান যোগ করতে পারেননি স্মিথ। এক ওভার পর ফের ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন সিরাজ। এ যাত্রায় তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ওভারটন। তার আগে ৯ রান করেন এই বোলিং অলরাউন্ডার।
ইংল্যান্ড শিবিরে পরের ধাক্কাটা দেন প্রসিধ। তার করা ৮৩তম ওভারের শেষ বলে বোল্ড হন জশ টাং। এরপর বাঁ হাত সোয়েটারে আটকিয়ে ব্যাটিংয়ে নামেন ওকস। তখন গ্যালারি থেকে দাঁড়িয়ে দর্শকরা হাততালি দেন। কিন্তু স্বাগতিকদের সব উচ্ছ্বাস থেমে যায় ৮৬তম ওভারে। সে ওভারের প্রথম বলে ১৭ রান করা গাস অ্যাটকিনসনকে বোল্ড করেন সিরাজ। তাতেই জয় নিশ্চিত হয় ভারতের।
এই ইনিংসে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক ও জো রুট। ১১১ রান আসে ব্রুকের ব্যাট থেকে। রুট খেলেন ১০৫ রানের ইনিংস। ১০৪ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার সিরাজ। প্রসিধের শিকার চারটি।
এর আগে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় ভারত। জবাবে দারুণ শুরুর পরও ২৪৭ রানের থামে ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসের ব্যর্থতাকে পাশ কাটিয়ে দ্বিতীয় ইনিংসে যশস্বী যয়সওয়ালের সেঞ্চুরিতে ৩৯৬ রান তোলে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: প্রথম ইনিংস ২২৪ ও দ্বিতীয় ইনিংস ৩৯৬/১০- ৮৮ ওভার (জয়সওয়াল ১১৮, আকাশ ৬৬, জাদেজা ৫৩; টাং ৫/১২৫)
ইংল্যান্ড: প্রথম ইনিংস: ২৪৭ ও ৩৬৭/১০- ৮৫.১ ওভার (ব্রুক ১১১. রুট ১০৫, ডাকেট ৫৪; সিরাজ ৫/১০৪)
ফল: ভারত ৬ রানে জয়ী
সিরিজ: ইংল্যান্ড-ভারত ২-২ সমতা