গাইবান্ধা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুর বিরুদ্ধে সরকারি মোবাইল নম্বরে ফোন করে “স্যার” না বলে “ভাই” সম্বোধন করায় অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে।
গতকাল ২টা ২৪ মিনিটে স্থানীয় সাংবাদিক বিপ্লব ইসলাম নিজের জমির খারিজ সংশোধন সংক্রান্ত তথ্য জানতে এসিল্যান্ডের অফিসিয়াল নম্বরে ফোন করেন। আলাপের শুরুতেই সাংবাদিক তাকে ‘ভাই’ সম্বোধন করলে এসিল্যান্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। কথা না শুনেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি আর কল রিসিভ করেননি।
বিপ্লব ইসলাম পরবর্তিতে আবারও ফোন দিলে এসিল্যান্ডকে কি বলে সম্মোধন করতে হবে, তা জেনে ফোন দেয়ার কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম।
খোলাহাটি ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ‘এসিল্যান্ড অফিসে সাধারণ মানুষ গেলেই তাকে স্যার বলতে হয়, না বললে কাজ আটকে যায়। এটা তো ঠিক নয়।’