দেশের রাজনৈতিক অঙ্গনে বামপন্থী গোষ্ঠীর সাম্প্রতিক লম্পট ও বেপরোয়া আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ দেশপ্রেমিক মানুষের মধ্যে। তাদের বাস্তব ভিত্তিহীন অবস্থান ও ক্ষুদ্র জনসমর্থন থাকা সত্ত্বেও তারা যেভাবে দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে কটাক্ষ ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাধারণ জনমত বলছে, “বাংলাদেশে হয়তো লাখ খানেক লোকও খুঁজে পাওয়া যাবে না যারা বামদের চিন্তা ও আদর্শে বিশ্বাস করে। অথচ তাদের কথাই যেন সত্যি, বাকিরা যেন ভুল—এই ধরণের জুজুর ভয় দিয়ে জাতিকে চেপে ধরার চেষ্টা করা হচ্ছে।”
একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নাগরিক প্রশ্ন তোলেন, “তাদের সাহস এত বাড়ে কীভাবে? আর অন্যরা কেন তাদের এই বেয়াদবি আচরণ সহ্য করে যাচ্ছে? স্বাধীনতার পরবর্তী সময় থেকে এ পর্যন্ত ইতিহাস প্রমাণ করেছে—দেশপ্রেমিক শক্তিই বাংলাদেশের মূল চালিকাশক্তি। আর সেই শক্তিকে হেয় করার পেছনে এই গোষ্ঠীর অপপ্রয়াস দুঃখজনক।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ যতদিন থাকবে, ততদিনই থাকবে দেশপ্রেমিক আদর্শ। ইনশাআল্লাহ। এই দেশ চলে বামদের স্লোগানে নয়, চলে মাটি ও মানুষের আত্মত্যাগে গড়া আদর্শিক চেতনায়।”