বিচারিক হত্যাকাণ্ডের শিকার বিএনপি এবং জামায়াত নেতাদের ছবি সরাতে বাধ্য হওয়ার পর আজ ছাত্রশিবির নতুন বিবৃতি টানিয়েছে। শিবিরের দাবি, সেখানে দেখানো হয়েছে কিভাবে বিচারের নামে প্রহসনের মাধ্যমে কিছু মানুষকে মেরে ফেলা হয়েছে। শাহবাগী মবের উসকানির জবাবে শিবির প্রতিক্রিয়াশীল না হয়ে কৌশলগত ও স্মার্ট পদক্ষেপ নিয়েছে বলে সমর্থকদের মন্তব্য।
ছাত্রশিবির জানায়, শেখ হাসিনার সময়কার শাহবাগি ট্রায়ালের নামে যে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে, তার বিরুদ্ধে আওয়াজ তুলতে তারা পিছপা হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “শিবিরের এই কৌশলগত পদক্ষেপ রাতারাতি পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছে।”
এক রাতের মাঝেই এমন নতুন আইডিয়া বা থিম নিয়ে আসার মাধ্যমে শিবিরের বুদ্ধিবৃত্তিক প্রতিক্রিয়া সকল মহলেই আলোচনার খোরাক দিয়েছে।