ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন নিষিদ্ধ করার পর অভিনব উপায়ে সমর্থন জানালেন “মুভিমেন্তো ৫ স্তেল্লে” (Five Star Party)-এর সংসদ সদস্যরা।
পরিকল্পনা অনুযায়ী এমপিরা বিভিন্ন রঙের পোশাক পরে একত্রে বসে নিজেদের সাজালেন যেনো তা দেখতে ফিলিস্তিনের পতাকার মতো লাগে।
এ সময় তারা বলেন,
“আজ আমরা এই পতাকা হাতে তুলিনি, কারণ তোমরা তা কেড়ে নেবে। আজ আমরা এটি শরীরে ধারণ করেছি—এটি শুধু ফিলিস্তিনের নয়, মানবতার জন্য লড়াই করা সব মানুষের প্রতীক।”
তাদের এই সৃজনশীল প্রতিবাদ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।