রাজধানী অচল করে দেওয়ার লক্ষ্যে গেরিলা প্রশিক্ষণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মেজর সাদেকুল এবং তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করেছিলো আইনশৃঙ্খলা বাহিনী।
সুমাইয়াকে রিমান্ডে নেয়ার পরে জানা যায়, তারা ODB-M-1701 (Operation Dhaka Blocked) নামে ফেসবুকে একটি প্রাইভেট গ্রুপ চালাতেন, যেখানে বাছাইকৃত আওয়ামী সন্ত্রাসীদের কোডনেম দিয়ে যুক্ত করে নাশকতার নির্দেশনা দিতেন। প্রায় ৫ মাস ধরে ৪০০ জনের কোর টিমকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।
গত ৮ জুলাই বসুন্ধরায় সর্বশেষ গেরিলা প্রশিক্ষণের তথ্য ফাঁস হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সুমাইয়া, যিনি ইউনিলিভারের সাবেক কর্মী, ভুয়া পুলিশ পরিচয়ে হল ভাড়া নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ মুছে ফেলেন।
এ ঘটনায় সেনা ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রশ্ন উঠেছে—একজন মেজরের মাসের পর মাস অনুপস্থিতির পরও কেন তা রিপোর্ট হয়নি এবং কে বা কারা ইচ্ছাকৃতভাবে তাদের তথ্য মুছে ফেলার সময় দিয়েছিল।