বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা সরকারি ও ব্যক্তিগত ভ্রমণে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলক সুলভ ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন।
সেনাবাহিনী জানায়, এই উদ্যোগ দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং সেনা সদস্যদের জন্য আন্তর্জাতিক ভ্রমণকে সহজতর করবে।