মার্কিন বিমানবাহিনী ১৫ থেকে ১৮ বছর ধরে দায়িত্ব পালন করা ট্রান্সজেন্ডার সদস্যদের আগাম অবসরের আবেদন গ্রহণ না করে তাদের চাকরি ছাড়তে বা বহিষ্কৃত হতে বাধ্য করছে।
সাধারণ নিয়ম অনুযায়ী, এত বছর চাকরির পর আগাম অবসরে গেলে সদস্যরা পেনশন ও অন্যান্য সুবিধা পাওয়ার কথা। কিন্তু এর পরিবর্তে বিমানবাহিনী দিচ্ছে শুধু এককালীন অর্থ, যা নিয়মিত ভাতা ও পেনশনের তুলনায় অনেক কম।
মানবাধিকারকর্মীরা এই পদক্ষেপকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন এবং দীর্ঘদিনের সেবা ও ত্যাগের প্রতি অবমাননা হিসেবে নিন্দা জানিয়েছেন।