অপারেশন সিঁদুরের সময় ভারত অন্তত ৫টি পাকিস্তানি যুদ্ধবিমান এবং একটি বড় এয়ারক্র্যাফ্ট ভূপাতিত করেছে বলে দাবি করেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এ পি সিং। আজ শনিবার বেঙ্গালুরুতে ১৬তম এয়ার চিফ মার্শাল এলএম কাত্রে লেকচারে ভাষণ দেওয়ার সময় এ দাবি করেন তিনি।
ভারতের সাফল্য তুলে ধরে এ পি সিং বলেন, রাশিয়ার তৈরি উড়োজাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এ-৪০০ দিয়ে পাকিস্তানি যুদ্ধবিমানগুলোকে ভূপাতিত করা হয়েছে। তিনি জানান, আকাশযুদ্ধে এসব বিমান ধ্বংসের পাশাপাশি পাকিস্তানের জ্যাকবাবাদ ও ভোলারি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়।
এপি সিং বলেন, রাজনৈতিক নেতৃত্ব বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, যা সফলতার মূল কারণ। সংঘাতের ক্ষতি বুঝে পাকিস্তান যুদ্ধবিরতি চায় এবং ১০ মে সংঘাতের ইতি ঘটে।