গাজার প্রখ্যাত ফুটবলার ও “ফিলিস্তিনি পেলে” খ্যাত ৪১ বছর বয়সী সুলেমান আল-ওবাইদ ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন। তিনি গাজায় মানবিক সহায়তার অপেক্ষায় থাকাকালীন হামলার শিকার হন। তার মৃত্যু কোথায়, কীভাবে এবং কেন ঘটেছে—সে বিষয়ে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এখনো কোনো মন্তব্য করেনি।
সমালোচকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা এবং আয়োজক অধিকার কেড়ে নেওয়া উয়েফা, গাজায় ধারাবাহিকভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরও ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কিংবা নিন্দা জ্ঞাপন করেনি।
এ ঘটনায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখছেন—“অনেকে বলেন খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে নেই, কিন্তু এই নীরবতাই প্রমাণ করছে আপনারা রাজনীতি করছেন।”