জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ দুপুর সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।
১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর একই বছর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে, প্রায় ৩৩ বছর আগে। এর পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ছাত্ররাজনীতির ইতিহাসে দীর্ঘ বিরতির পর আসন্ন নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস ও প্রস্তুতির আমেজ বিরাজ করছে।