ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা সিটি সম্পূর্ণ দখল ও বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ি এই পদক্ষেপকে “গণহত্যার সুস্পষ্ট প্রমাণ” আখ্যা দিয়ে বলেন, নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত এই উদ্যোগ গাজায় জাতিগত নিধনের একটি বৃহৎ পরিকল্পনার অংশ।
তিনি জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বাকায়ি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর “লজ্জাজনক সহযোগিতা”র নিন্দা জানিয়ে জাতিসংঘ, বিশ্ব সরকার এবং ওআইসিকে দ্রুত একযোগে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ইরান অবিলম্বে রক্তপাত বন্ধ করা, গাজার ক্ষুধার্ত মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া এবং দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।