ভারত-পাকিস্তান যুদ্ধ উত্তেজনার মধ্যে তুঙ্গে উঠেছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেওয়া এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘটনা। গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ট্যাংকের ওপর উঠে যুদ্ধের হুমকি দিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের এক রাষ্ট্রদূত জানিয়েছেন, ভারত হামলা করা মাত্রই পাকিস্তান পরমাণু বোমা ছুড়ে জবাব দেওয়া শুরু করবে।
অন্যদিকে ভারত নতুন করে চন্দ্রভাগা নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধের বিষয়ে বিমানবাহিনী প্রধানের সঙ্গে শলাপরামর্শ করেছেন। সূত্র : রয়টার্স, বিবিসি, এনডিটিভি, জিও নিউজ, ডন, আল জাজিরা।
প্রাপ্ত খবর অনুযায়ী, ভারতের হামলা মোকাবিলায় আকাশপথে নিজেদের প্রস্তুতির বার্তা দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। একই সঙ্গে, গতকাল সেনাবাহিনীর পোশাক পরে ট্যাংকের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির সেনাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তিনি তার বাহিনীকে যুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করতে নানা বক্তব্য রাখেন।
এ ছাড়া রাশিয়ান সম্প্রচার মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা করে অথবা নয়াদিল্লি যদি পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দেবে। তিনি বলেন, ‘ইসলামাবাদে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে জানা যাচ্ছে, ভারত পাকিস্তানে সামরিক হামলার পরিকল্পনা করেছে। কিছু ফাঁস হওয়া নথি আমাদের হাতে এসেছে, যেগুলোতে পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। তাই আমরা বিশ্বাস করি, হামলা আসন্ন এবং এটি যে কোনো সময় ঘটতে পারে।’
তিনি সতর্ক করে বলেন, ‘ভারত যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণে ভুল করে- তাহলে পাকিস্তান তাদের সামরিক শক্তির সম্পূর্ণ ব্যবহার করবে, সেটি হোক প্রচলিত অস্ত্র কিংবা পারমাণবিক অস্ত্র। হামলা শুরু করা মাত্রই এগুলোর ব্যবহার হবে।