ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি i24-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি নিজেকে একটি “ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে” নিয়োজিত মনে করেন এবং “গ্রেটার ইসরায়েল” ধারণার সঙ্গে গভীরভাবে একমত।
নেতানিয়াহু বলেন, তার রাজনৈতিক ও নেতৃত্বের ভূমিকা ইহুদি জনগণের জন্য “প্রজন্মের মিশনের” অংশ। সাক্ষাৎকারে যখন তাকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, তিনি কি ‘গ্রেটার ইসরায়েল’ ধারণার সঙ্গে যুক্ত বোধ করেন, তখন তিনি দৃঢ় কণ্ঠে উত্তর দেন, “অবশ্যই।”
উল্লেখ্য, “গ্রেটার ইসরায়েল” ধারণা অনুযায়ী, ইসরায়েলের সীমানা নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত হবে। এতে বর্তমান মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক এবং সৌদি আরবের অংশ অন্তর্ভুক্ত। এই ধারণা দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ভূরাজনৈতিক উত্তেজনার একটি সংবেদনশীল ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে।