ভারতের কর্ণাটকের বিজাপুরের এমএলএ ও হিন্দুত্ববাদী বিজেপির নেতা বাসানগৌড়া পাতিল ইয়াত্নাল ঘোষণা দিয়েছেন, কোনো হিন্দু যুবক যদি মুসলিম মেয়েকে বিয়ে করে তবে তাকে ৫ লাখ রুপি নগদ পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে তিনি শিগগিরই একটি প্রচার অভিযান শুরু করবেন বলেও জানিয়েছেন। খবর মুসলিম মিরর ও ডেকান হেরাল্ড।
রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইয়াত্নাল বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো হিন্দু যুবকদের উৎসাহ দেওয়া এবং কর্নাটকে চলমান পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার কেবল সংখ্যালঘুদের সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে, কিন্তু হিন্দু যুবকেরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
ইয়াত্নাল আরও উল্লেখ করেন, কোপ্পালে এক হিন্দু যুবক হত্যার ঘটনায় অভিযুক্তরা সামাজিক মাধ্যমে অস্ত্র প্রদর্শনের পরও পুলিশের পক্ষ থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তার দাবি, সরকার অভিযুক্তদের পক্ষ নিয়েছে। তিনি বলেন, নিহতের পরিবারকে ন্যায়বিচার দিতে হবে, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
ইয়াত্নাল আরও বলেন, “আমরা এই ক্যাম্পেইন চালিয়ে যাব, যে হিন্দু যুবক মুসলিম মেয়েকে বিয়ে করবে তাকে ৫ লাখ রুপি পুরস্কার দেব। কেউ যদি বলে এটা সম্ভব নয়, তাহলে প্রমাণ দেখাক।”
এছাড়া তিনি সরকারের কাছে ঘটনাটিকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান এবং ক্ষতিপূরণের দাবি তোলেন। ইতোমধ্যে পুলিশ এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে।