আজ, ১৪ই আগস্ট, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শহীদি মৃত্যুবার্ষিকী। তাকে কোনো নির্দিষ্ট দলের নেতা হিসেবে নয়, বরং দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের কণ্ঠস্বর হিসেবে স্মরণ করা হয়।
ধর্মীয় অঙ্গনে তার কণ্ঠ ছিল বিদ্রোহের প্রতীক, যার বজ্রনিনাদ আওয়াজ ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের মশাল জ্বালাতো। একই সঙ্গে তার সুললিত ও সাবলীল তাফসীর বয়ান তাফসীর মাহফিলগুলোতে মুগ্ধতার স্রোত বইয়ে দিত।
ইসলামী শিক্ষার প্রসার, দেশের সামরিক বাহিনীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা থেকে শুরু করে জনগণের প্রতিটি ন্যায়সঙ্গত দাবিতে সরব থাকা—সব ক্ষেত্রেই তিনি ছিলেন অগ্রগামী। জনতার মাঝে তিনি যেমন দৃপ্তকণ্ঠে বক্তব্য রাখতেন, তেমনি আবার নত নেত্রে শোনাতেন শূন্যতায় চলতে থাকা জীবনের গল্প।
যুদ্ধাপরাধ বা জুডিশিয়াল কিলিং নিয়ে বিতর্ক সরিয়ে রেখে, তিনি আজও থেকে গেছেন জনগণের আল্লামা, জনগণের নেতা হিসেবে। তার মৃত্যুর জন্য দায়ীদের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে।
#AzadirDak