শনিবার, আগস্ট ১৬, ২০২৫
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জরিমানা দিয়ে দেশ ছাড়ছেন অবৈধ বিদেশিরা, নানা খাতে কাজ করছেন ১৯ হাজার ভারতীয়

- তুর্জ খান
আগস্ট ১৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেছিলেন। তাদের মধ্যে ভারতীয় নাগরিকই বেশি। গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশি নাগরিকদের অনেকেই সরকারকে জরিমানা দিয়ে বাংলাদেশ ত্যাগ করছেন। অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী ৭ হাজারের মধ্যে ৫ হাজার ভারতীয়। আর বৈধভাবে দেশে অবস্থান করা ৮০ হাজার বিদেশি নাগরিকের মধ্যে সাড়ে ১৩ হাজার ভারতীয়। বৈধ-অবৈধ ভারতীয়রা কাজ করছেন রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র, গার্মেন্ট, রাস্তা উন্নয়ন, আইটি সেক্টর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি খাত এবং বিদ্যুৎ প্রকল্পসহ নানা প্রকল্পে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। আরও জানা গেছে, গত সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত) বিদেশি নাগরিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ লাখ দুই হাজার টাকা। এর মধ্যে আয়কর ১০ লাখ এবং অতিবাসের ঘটনায় বাকি টাকা আদায় করা হয়েছে। 

এদিকে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অতিবাসের ক্ষেত্রে ৭৬৭ জন বিদেশি নাগরিক জরিমানা দিয়েছেন ২১ কোটি দুই লাখ ৭১ হাজার ৪০০ টাকা। একই সময়ে আয়কর বাবদ বিদেশি নাগরিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ১৮ কোটি ৩২ লাখ ৩৩ হাজার টাকা। আয়কর বেশি দিয়েছেন চীনা নাগরিকরা। 

সরকারি সূত্র জানায়, অবৈধ ভারতীয়রা গড়ে গত আড়াই বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন। বেশিরভাগই এসেছেন অনঅ্যারাইভাল এবং ট্যুরিস্ট ভিসায়। বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এই মুহূর্তে দেশে অবস্থান করছেন সাত হাজার ৩০৯ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে ভারতীয় নাগরিক চার হাজার ৯৯৭ জন। এছাড়া ৬০৯ জন চীনা, ৩৭৬ জন নেপালি, ১৪০ জন পাকিস্তানি, ফিলিপাইনের ১২৭, শ্রীলংকার ১২০ এবং অন্যান্য দেশের ৯৪০ জন নাগরিক রয়েছেন। বৈধভাবে অবস্থান করা বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিক ১৩ হাজার ৫৩৬ জন। 

জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী যুগান্তরকে বলেন, অবৈধ বিদেশি নাগরিকদের সব সময় আমরা নজরদারিতে রাখার চেষ্টা করি। তারা কোনো অপরাধ তৎপরতায় যুক্ত হলে গ্রেফতার করে আইনের আওতায় আনি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে আমাদের বেশি ব্যস্ত থাকতে হয়েছে। তাই এ নিয়ে বেশি কাজ করার সুযোগ হয়নি। বিষয়টি নিয়ে একটি গোয়েন্দা সংস্থা কাজ করছে। আমরাও কার্যক্রম শুরু করেছি। গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর অভিযান জোরদার করব। 

নিয়ম অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কোনো বিদেশি নাগরিক প্রথম ১৫ দিন দৈনিক এক হাজার টাকা করে জরিমানা দিয়ে দেশে অবস্থান করতে পারেন। ১৫ দিন পার হয়ে গেলে ৯০ দিন পর্যন্ত প্রতিদিনের জন্য দুই হাজার টাকা করে জরিমানা দিতে হয়। আর ৯০ দিনের বেশি হয়ে গেলে প্রতিদিনের জন্য তিন হাজার টাকা করে জরিমানার বিধান রয়েছে। সরকারের কোষাগারে এই জরিমানা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ত্যাগ করতে পারেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বিদেশি নাগরিক জরিমানা দেওয়া ছাড়াই বছরের পর বছর দেশে অবস্থান করছেন, তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনি।’

একটি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, নাইজেরিয়ার বেশকিছু নাগরিক বাংলাদেশে প্রবেশের পর তাদের পাসপোর্ট নষ্ট করে ফেলেছে। তারা সম্পূর্ণ অবৈধভাবেই বাংলাদেশে অবস্থান করছে। এসব নাগরিকদের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিষয়ে করণীয় নির্ধারণে সম্প্রতি একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকার ইচ্ছা করলে তাদের মাফ করে দিয়ে ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে নিজ দেশে পাঠিয়ে দিতে পারে। ইতোমধ্যে কিছু নাইজেরিয়ান নাগরিক জরিমানা মওকুফ চেয়ে আবেদন করেছেন। তাদের আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, অবৈধ বিদেশি নাগরিকদের নিয়ে বেশ আগে থেকেই কাজ করছিল ডিবি। গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বেশকিছু বিষয় সামনে চলে আসায় সেগুলোর ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। এ কারণে অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে খুব একটা নজর দেওয়া যায়নি। সম্প্রতি তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্রুত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির

আগস্ট ১৬, ২০২৫
জামায়াত

‘ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দেওয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি’

আগস্ট ১৬, ২০২৫
প্রধান সংবাদ

জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার

আগস্ট ১৬, ২০২৫

সপ্তাহের সেরা

  • চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে প্রথম হওয়া নিবিড় কর্মকারকে ছাত্রশিবিরের সম্মাননা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে গণহত্যার বর্ণনা দেওয়া পুলিশ কর্মকর্তা ঢাকার ওয়ারীতে কর্মরত

    0 shares
    Share 0 Tweet 0
  • পিআর পদ্ধতির পক্ষে দেশের ৭১ শতাংশ মানুষ: সুজনের জরিপ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আজ না হোক কাল আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেবই’, খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে অশালীন প্রস্তাবের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান সেনাবাহিনীর নতুন ফাতাহ-৪ ক্রুজ মিসাইল উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির

আগস্ট ১৬, ২০২৫

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতা আটক

আগস্ট ১৬, ২০২৫

‘ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দেওয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি’

আগস্ট ১৬, ২০২৫
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version